‘পুলিশের সেবা নিতে আসা মানুষকে যেন হয়রানির শিকার হতে না হয়’

কমিউনিটি পুলিশিং সমাবেশে বক্তব্য রাখছেন আবু হাসান বাবলা

চলমান শুদ্ধি অভিযানে দক্ষতা, সততার সঙ্গে কাজ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বলেন, ‘সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়াসহ পুলিশি সেবা পেতে মানুষকে যেন কোনও ধরনের হয়রানির শিকার না হতে হয়, সেদিকে আরও যত্নবান হতে হবে।’ শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর মোহাম্মদবাগে কদমতলী থানা কমিউনিটি পুলিশিং সমাবেশে তিনি এ আহ্বান জানান।

বাবলা বলেন, ‘প্রধানমন্ত্রী শেষ হাসিনা যে উদ্দেশ্যকে সামনে রেখে সারাদেশে শুদ্ধ অভিযান শুরু করেছেন, তার পূর্ণাঙ্গ সফলতা অর্জনের জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে অত্যন্ত দক্ষতা, সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ থেকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট সানজিদা খানম, ড. আওলাদ হোসেন, কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দীন মীর, কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মো. নাসিম মিয়া, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, ঢাকা দক্ষিণ সিটির ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুর হোসেন প্রমুখ।