বড় পরিবর্তন আসছে স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্রে

স্বেচ্ছাসেবক লীগবড় ধরনের পরিবর্তন আসছে স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্রে। বর্তমান সদস্য সংখ্যা ১০১ থেকে বাড়িয়ে ১৫১ করার প্রস্তাব দিয়ে এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে বেশ কিছু পদ। সংগঠনটির শনিবারের (১৬ নভেম্বর) সম্মেলনের কাউন্সিল অধিবেশনে কাউন্সিলররা অনুমোদন দিলে এগুলো গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করা হবে। স্বেচ্ছাসেবক লীগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গঠনতন্ত্রে ঘোষণাপত্র সংযোজনের প্রস্তাব থাকছে খসড়া সংশোধনীতে। আর শেষ পাতায় অন্তর্ভুক্তির জন্য একটি প্রাথমিক সদস্য ফরম সংযোজন করা হবে। থাকছে চারটি নতুন সম্পাদকীয় পদ। সেগুলো হলো– প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক, ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার সম্পাদক এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক তিন থেকে বাড়িয়ে চারজন করার প্রস্তাব থাকছে। পাশাপাশি দেশে বিভাগ বেড়ে যাওয়ায় আরও দুটি সাংগঠনিক সম্পাদকের পদ বাড়ানোর কথা বলা হয়েছে। আগের গঠনতন্ত্রে সাত বিভাগের জন্য সাতটি সাংগঠনিক সম্পাদকের পদ ছিল। কিন্তু বর্তমানে বিভাগ বেড়ে যাওয়ায় এ পদে নয় জন থাকবেন।

গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির দায়িত্বশীল একটি সূত্র জানায়, এখন যেসব পদকে সহ-সম্পাদক বলা হচ্ছে সেগুলোকে উপ-সম্পাদক সম্বোধনের প্রস্তাব থাকবে গঠনতন্ত্রের খসড়া সংশোধনীতে।

স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির সদস্য সচিব একেএম আজিম বাংলা ট্রিবিউনকে জানান, তারা সংশোধনের বিভিন্ন প্রস্তাব খসড়া হিসেবে উপস্থাপন করবেন। সেগুলো কাউন্সিলররা অনুমোদন করলে তা চূড়ান্তভাবে গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করা হবে।

উল্লেখ্য, আগামীকাল শনিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন। ১৯৯৪ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আরও পড়ুন: 

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আগামীকাল