আলোচনা ‘ফলপ্রসূ’, দ্রুত খুলবে ফেসবুক

FACEBOOK MEETINGদ্রুত ফেসুবক খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় ‘বৈঠক ফসপ্রসূ’ হয়েছে বলেও জানান তিনি।

এর আগে রবিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, র‌্যাব ও পুলিশ প্রধানসহ বিটিআরসি ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিথ্যা প্রোপাগান্ডা, সাইবার হয়রানি, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের মাধ্যমে ফেসবুকের অপব্যবহার হচ্ছিল। ফেসবুক কর্তৃপক্ষকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ এসব বিষয়ে পরে তাদের সিদ্ধান্তের কথা জানাবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন- ‘প্রয়োজনে ফেসবুক ফিল্টারিংসহ যা করা দরকার তার সবই করা হবে।’

ফেসবুকের পক্ষ থেকে আলোচনায় অংশ নিয়েছেন প্রতিষ্ঠানটির আইন বিষয়ক কর্মকর্তা বিক্রম লাং এবং ফেসবুক দক্ষিণ এশিয়ার পলিসি এডভাইজর দিপালি লিবারহ্যান।

 

/এইচএএইচ/এআই/এফএ/