আ. লীগের তিন এমপিকে ইসির শোকজ

awami leagueপৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের তিন সংসদ সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।এমপিরা হলেন বরগুনা-২ আসনের হাচানুর রহমান রিমন, ঢাকা-২০ আসনের এম এ মালেক ও নাটোর-২ আসনের শফিকুল ইসলাম শিমুল। তিন দিনের মধ্যে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য ইসিকে জানাতে বলা হয়েছে। ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ইসি সচিব বলেন, আমরা তাদের বিষয়ে কোনও আনুষ্ঠানিক অভিযোগ না পেলেও গণমাধ্যমে প্রকাশিত খবর ও স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নিয়ে তাদের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছি। তিন দিনের মধ্যে তাদের জবাব দিতে হবে।

এ ধরনের অভিযোগে আরও কয়েকজন এমপিকে তারা নোটিশ পাঠাবেন বলেও ইসি সচিব জানান।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনপূর্ব সময়ে সুবিধাভোগী ব্যক্তিদের প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে নির্বাচনি আচরণবিধির অনুলিপিও চিঠিতে সংযুক্ত করা হচ্ছে।

কমিশনের কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিতি, হেলিকপ্টার ব্যবহার ও আগাম প্রচারণামূলক কাজে জড়িত থেকে সরকারি সুবিধাভোগী এই ব্যক্তিরা আচরণবিধি লঙ্ঘন করেছেন। বিষয়টি ইসির নজরে আসার পর তাদের নোটিশ পাঠানোর সিদ্ধান্ত  নেওয়া হয়েছে।

এর আগে রবিবার বিকালে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কমিশনের কঠোর অবস্থানের জানান দিয়েছেন।

সংসদ সদস্যদের উদ্দেশে ওই সময় তিনি বলেন, আপনারা আইন প্রণেতা, আপনারা আইন ভাঙবেন না। এমন কিছু করবেন না যেন আমরা অপ্রস্তুত ও বিব্রতকর অবস্থায় পড়ি।

এদিকে, বিকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বাংলা ট্রিবিউনকে জানান  মন্ত্রী-এমপিসহ সংশ্লিষ্ট সুবিধাভোগী ব্যক্তিদের আচরণবিধি প্রতিপালনের বিষয়ে স্মরণ করিয়ে দিতে স্পিকার ও মন্ত্রিপরিষদ বিভাগেও আনুষ্ঠানিক চিঠি দেওয়া হচ্ছে। স্পিকারের মাধ্যমে সংসদ সচিব ও মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে সংসদ সদস্য এবং মন্ত্রীদের অবহিত করবেন।

/ইএইচএস/এমএনএইচ/