খায়রুল কবির খোকন গ্রেফতার

বিএনপি নেতা খায়রুল কবির খোকন (ফাইল ফটো) বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাইকোর্টের গেট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন তার স্ত্রী, বিএনপির স্বনির্ভর-বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।

বিএনপি সূত্রে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের শুনানি ছিল হাইকোর্টে। সেখানে যাওয়ার পথে কোর্টের গেট থেকে খায়রুল কবির খোকনকে গ্রেফতার করা হয়।
শিরিন সুলতানা বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে হাইকোর্টের গেট থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। শাহবাগ থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানি।’

শাহবাগ থানার ওসি আবুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগের একটি মামলায় খায়রুল কবির খোকনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি তদন্ত করছে।