ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জাতীয় ঐক্য চান জামায়াত নেতা বুলবুল

জামায়াতে ইসলামীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দলটির নেতা নুরুল ইসলাম বুলবুল

দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধেরভিত্তিতে জাতীয় ঐক্য গঠন করে আওয়ামী লীগ সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগর (দক্ষিণ) আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘ক্ষমতাসীনদের নতজানু পররাষ্ট্রনীতির ফলে রাষ্ট্র পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। এ অবস্থায় অর্থনৈতিক দুর্বৃত্তায়ন থেকে দেশকে রক্ষা করতে, জনগণের ভোট ও ভাতের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে প্রত্যেক নাগরিককে একজন বলিষ্ঠ বিপ্লবীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।’

রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘সাম্য, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আমরা যে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছিলাম তা আজও বাস্তবায়িত হয়নি। স্বাধীনতার স্বপ্ন ছিল বাক-স্বাধীনতা, গণতন্ত্রের মুক্তি, অর্থনৈতিক মুক্তি। অথচ এখনও আমাদের গণতন্ত্রের মুক্তির জন্য লড়াই করতে হচ্ছে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মন্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।