আতিকুলের পদত্যাগপত্র গৃহীত



ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) আসন্ন সংস্থাটির নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পত্র পাঠান। মন্ত্রণালয় তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয়ের উপসচিব আ.ন.ম. ফয়জুল হক সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে- ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ৩০ ডিসেম্বর অপরাহ্নে পদত্যাগ করেছেন। সরকার কর্তৃক তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।’ নিয়ম অনুযায়ী এখন তার আসনটি শূন্য।

এর আগে বেলা পৌনে চারটার দিকে মেয়র আতিকুল ইসলাম পদত্যাগ করে স্থানীয় সরকার মন্ত্রী বরাবর পত্র পাঠান। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মেয়র প্রার্থী হিসেবে আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। উক্ত পদে মনোনয়নপত্র দাখিলের নিমিত্ত বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ২৩ ডিসেম্বর ২০১৯ তারিখে জারিকৃত বিশেষ পরিপত্রের নির্দেশনা মোতাবেক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপদ থেকে আমি পদত্যাগ করতে ইচ্ছুক। এ অবস্থায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে আমি নিম্ন স্বাক্ষরকারী অদ্য পদত্যাগ করলাম। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করছি।’