সততা-নিষ্ঠায় উন্নত ঢাকা গড়বো: তাপস

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্বাচনি প্রচারণাউন্নত নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র-প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘সততা, নিষ্ঠার সঙ্গে উন্নত ঢাকা গড়ে তুলবো।’ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নবম দিনের মতো  নির্বাচনি প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।

তাপস বলেন, ‘মেয়র  নির্বাচিত হলে সব  মৌলিক সেবা ঢাকাবাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দেওয়ার লক্ষ্যে কাজ করবো।’ তিনি বলেন, ‘ঢাকাকে ২০৪১ সাল নাগাদ উন্নত রাজধানী হিসেবে গড়ে তুলবো।’

নির্বাচনি প্রচারণায় নৌকার পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছেন উল্লেখ করে তাপস বলেন, ‘আমরা যেখানেই যাচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি, ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছেন। তারা স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছেন।’ এ সময় নির্বাচনে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন।