তাবিথের ওপর হামলায় বিএনপি ও ২০ দলীয় জোটের নিন্দা

 

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি ও ২০ দলীয় জোট। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলনে দল ও জোটের নেতারা এ প্রতিক্রিয়া জানান। এর আগে বিকালে জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়।

স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বৈঠকে সিটি নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী তাবিথ আউয়ালসহ কমিশনারদের প্রচারণায় হামলার ঘটনা এবং বিভিন্ন স্থানে তাদের পোস্টার ছিঁড়ে ফেলার নিন্দা জানানো হয়েছে। তাবিথ আউয়ালের ওপরে শারীরিকভাবে হামলার ঘটনায় এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেয়নি, কাউকে আটকও করা হয়নি। এজন্য আমরা কমিশনের প্রতি ধিক্কার ও নিন্দা জানাচ্ছি।’

মির্জা ফখরুল বলেন,  ‘সবচেয়ে ন্যক্কারজনক ঘটনা হচ্ছে তারা (কমিশন) বলছে যে, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। কোথাও কোনও ম্যাজিস্ট্রেট কাজ করছে বলে আমাদের জানা নেই। আপনারা দেখেছেন, বিরোধীদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়, পোস্টারের যে সাইজ দেওয়া হয়েছে তারচেয়ে বড় সাইজে ছাপানো হচ্ছে, ফেস্টুন, রঙিন ব্যানার ঝোলানো হচ্ছে। নির্বাচন কমিশন এসব ব্যাপারে কোনও ব্যবস্থা নিচ্ছে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা ইভিএম ব্যবহারের ব্যাপারে জোরালো আপত্তি জানিয়েছি। দুই দফা আমাদের প্রতিনিধি কমিশনে গিয়ে আপত্তির বিষয়টি জানিয়েছে। আজকে স্থায়ী কমিটির বৈঠকে ইভিএম বাতিল করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি। আমরা মনে করি, এই ব্যবস্থাতে শুধু কারচুপি নয়, ফল বদলে দেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে, যেটা এই মেশিনের মাধ্যমে করা সম্ভব।’

স্কাইপে লন্ডন থেকে যুক্ত হওয়া তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

এদিকে, রোহিঙ্গাদের সুরক্ষায় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-এর সিদ্ধান্তের জন্য গাম্বিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।  

ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এরকম হত্যাকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে স্থায়ী কমিটি।

২০ দলীয় জোটের বৈঠকসিটি নির্বাচনে কোমর বেঁধে মাঠে নামবে ২০ দল

ঢাকার দুই সিটির নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র ও সমর্থিত কাউন্সিলরদের পক্ষে কোমর বেঁধে মাঠে নামবে ২০ দলীয় জোট নেতারা। বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম বলেন, ‘মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের জনপ্রিয়তায় ভীত হয়ে মিরপুরে স্থানীয় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর নেতৃত্বে তার ওপর হামলা করেছে। ওই ঘটনায় মামলা করতে চাইলে দুদিনেও মামলা নেওয়া হয়নি। ২০ দল এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।’

বৈঠকে গত ২ দিনে বিএসএফের হাতে ৫ জন বাংলাদেশি হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

নজরুল ইসলাম বলেন, ‘সরকারের প্রতিবাদের ভাষা যথেষ্ট শক্ত না হওয়ায় এ হত্যার ঘটনা বৃদ্ধি পাচ্ছে।’

বৈঠকে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম সভাপতিত্ব করেন। এতে জামায়াতে ইসলামীর কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন  না। এ বিষয়ে নজরুল ইসলাম খান বলেন,  ‘জামায়াতের কেন্দ্রীয় নেতারা সিটি নির্বাচনের প্রচারণায় অংশ না নিলেও স্থানীয় নেতারা আমাদের প্রার্থীদের সঙ্গে আছেন।’