ব্যারিস্টার তাপসের ইশতেহার ২৯ জানুয়ারি

নির্বাচনি প্রচারে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার নির্বাচনি ইশতেহার প্রকাশ করবেন ২৯ জানুয়ারির মধ্যে। শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর বংশাল এলাকায় নির্বাচনি প্রচারের সময় গণমাধ্যমকর্মীদের তিনি এই তথ্য জানান।

তাপস বলেন, ‘আমরা যে উন্নয়নের রূপরেখা প্রকাশ করেছি, সেটি ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে। যেখানেই যাচ্ছি, বিপুল সাড়া পাচ্ছি। আশা করি, ২৮ বা ২৯ জানুয়ারির মধ্যে আমাদের বিস্তারিত নির্বাচনি ইশতেহার প্রকাশ করতে পারবো।’ তিনি আরও বলেন, ‘আমাদের ৫টি রূপরেখা−ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে আগামী ১ ফেব্রুয়ারির নির্বাচন ঢাকাবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে ঢাকাবাসীর রায়ের মাধ্যমে উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে একটি নবযাত্রা করতে চাই। আশা করি, ঢাকাবাসী নৌকা মার্কায় রায় দিয়ে আমাকে সেবক হিসেবে নির্বাচিত করবে।’

‘বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে’—এমন অভিযোগের বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘আপনারা লক্ষ করেছেন, আমাদের নেতাকর্মীসহ ঢাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লক্ষ করছি, আমাদের প্রতিপক্ষ অভিযোগ নিয়ে ব্যস্ত। তাদের ঢাকাবাসীর জন্য কোনও উন্নত রূপরেখা নেই। তারা জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত। আর আমরা ঢাকাবাসীর উন্নয়ন ও জনসংযোগ নিয়ে ব্যস্ত।’

ব্যারিস্টার তাপস বলেন, ‘এই ঐতিহ্যবাহী বংশাল ও কোতোয়ালিবাসীর জন্য ৩০ বছরের মহাপরিকল্পনা গ্রহণ করেছি। এই এলাকার ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে প্রকাশ করবো। আমাদের নির্বাচনি ইশতেহার প্রকাশের কার্যক্রম শুরু হয়েছে।’

গণসংযোগ চলার সময় যেন রাস্তাঘাটে কোনও ধরনের অচলাবস্থার সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান তাপস।