উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দিন: এম এ আউয়াল

মতিঝিলে শেখ ফজলে নূর তাপসের পক্ষে গণসংযোগআসন্ন সিটি করপোরেশন নির্বাচনে উন্নয়নের স্বার্থে ঢাকাবাসীকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ঢাকাবাসীর নৌকা মার্কায় ভোট দেওয়া উচিত। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর মতিঝিলের ওয়াপদা এলাকায় গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে গণসংযোগ করেন তিনি। নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী করতে হবে উল্লেখ করে আউয়াল বলেন, ঢাকা সিটির নির্বাচনে নৌকার দুই মেয়র প্রার্থী আতিকুল ইসলাম, ফজলে নূর তাপস স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাদের অভিজ্ঞতা আছে। তারা যেহেতু সরকারি দলের প্রার্থী, নির্বাচিত হলে সরকারের সার্বিক সহযোগিতা পাবেন। নৌকায় ভোট দিয়ে এলাকার সমস্যা সমাধানে আপনারা এগিয়ে আসবেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম খান, প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহমেদ, আব্দুল হাকিম প্রমুখ।