ইসির সঙ্গে বৈঠকে ১৪ দল




ইসির সঙ্গে ১৪ দলের বৈঠকসিটি নির্বাচন নিয়ে কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে ১৪ দলের প্রতিনিধিরা। বুধবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ১৪ দলের ৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে কমিশন। নির্বাচন কমিশনের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

১৪ দলের প্রতিনিধি দলে আরও আছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাওছার, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমূল হক প্রধান, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান, জাতীয় পার্টি জেপি’র সভাপতিমণ্ডলীর সদস্য এজাজ আহমেদ মুক্তা, বাসদের আহবায়ক রেজাউর রশীদ খান, তরিকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী এবং জাসদের সদস্য মোহাম্মদ মোহসিন।

নির্বাচনের কমিশনের পক্ষে বৈঠকে রয়েছেন সিইসি’র নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর।