নির্বাচনে পরাজয় আর হরতালে ব্যর্থতার গ্লানিতে বিএনপি: তোফায়েল

333আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনে পরাজয়ের পর হরতালে ব্যর্থতার গ্লানিতে রয়েছে বিএনপি। তাদের হরতালের কোনও ভিত্তি নেই। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীতে বনানী নির্বাচনি কার্যালয়ে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ অভিযোগ করে বলেন, বিএনপি নির্বাচনে জেতার জন্য নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করেছে। ভোটার উপস্থিতির হার কম হয়েছে, কিন্তু কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারেনি। তারা (বিএনপি) দেখাতে চেয়েছিল এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না। কিন্তু নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। তারা হরতাল দিয়েছে, কিন্তু এ হরতালের কোনও ভিত্তি নেই।
পুরো ঢাকা এদিন স্বাভাবিক ছিল দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির হরতাল দেওয়া রাজনৈতিক ভুল। তারা বলেছিল, আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে এসেছে, তাদের আন্দোলনও হলো না, নির্বাচনও হলো না।
গতকাল শনিবার নির্বাচনের দিন সাংবাদিক আহত হওয়ার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, এটা দুঃখজনক, কলঙ্কজনক। কারা এ কাজ করেছে, এটা বের করা কঠিন কিছু না বলে মন্তব্য করেন তিনি।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম উপস্থিতি ছিলেন।