গণফোরামে ফের সক্রিয় হচ্ছেন মন্টু

মোস্তফা মহসীন মন্টুগণফোরামে আবারও সক্রিয় হচ্ছেন দলটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু। আগামীকাল (১৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠেয় প্রতিবাদ সভায় তিনি যোগ দিতে পারেন বলে দলটির কয়েকজন কেন্দ্রীয় নেতা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে গণফোরাম নেতা লতিফুর বারী হামীম বাংলা ট্রিবিউনকে বলেন, আগামীকাল বৃহস্পতিবার গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে সমাবেশ করবে গণফোরাম। সমাবেশে দলের সভাপতি ড. কামাল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এ সমাবেশে চমক থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
গণফোরামের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১০ মাস পর দলে সক্রিয় হচ্ছেন সাবেক সাধারণ সম্পাদক মন্টু।
দলের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোস্তফা মহসীন মন্টুকে ইতোমধ্যে ড. কামাল হোসেন ফোন করেছেন। তিনি দলে সক্রিয় হবেন বলে আশা করি।’
এ বিষয়ে জানতে চেয়ে মন্টুকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
গণফোরাম সূত্র জানায়, বর্তমানে গণফোরামে মন্টু সদস্য পদে আছেন।

আরও পড়ুন...
ড. কামালের এক ধমকে আপাতত স্বস্তি গণফোরামে