স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগে স্বৈরশাসকের বিদায় জরুরি: রব

নূর আলম জিকুর এক স্মরণ সভায় বক্তব্য রাখছেন আ স ম আবদুর রবজনগণের রক্তে অর্জিত রাষ্ট্রের সুবর্ণজয়ন্তী জনগণের সরকারের পালন করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগে স্বৈরশাসনের বিদায় জরুরি।’ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলিস্তানে জেএসডি কার্যালয়ে আয়োজিত দলটির সাবেক সভাপতি নূর আলম জিকুর এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

নূর আলম জিকুর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়।

রব বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ না করার জন্য ঔপনিবেশিক শাসন ব্যবস্থা দায়ী। বিগত সব সরকার শুধু রাষ্ট্রীয় ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে রাখার বিষয়কে প্রাধান্য দিয়েছে, রাষ্ট্রকে গণতান্ত্রিক করার কোনও উদ্যোগ নেয়নি। ফলে রাষ্ট্রকে ক্রমাগত জনগণ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ অংশীদারিত্বের গণতন্ত্র।’

নূর আলম জিকু প্রসঙ্গে রব বলেন, ‘১৯৬২ সালে সিরাজুল আলম খানের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে তিনি দেশের স্বাধিকার ও স্বাধীনতার প্রশ্নে অবিচল ভূমিকা পালন করেছেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্র ব্যবস্থাপনা প্রবর্তনের লক্ষ্য নিয়ে গড়ে ওঠা প্রথম রাজনৈতিক দল জেএসডি গঠনে তার ছিল অনন্য ভূমিকা। নূর আলম জিকু বেঁচে থাকলে আজ অংশীদারিত্বের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন অনেক জোরদার হতো।’

দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান কামাল, মোহাম্মদ সিরাজ মিয়া প্রমুখ।