পুরো উপমহাদেশে ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টির আশঙ্কা জেএসডির

আ স ম আবদুর রব (ছবি: সংগৃহীত)

ভারতের রাজধানী দিল্লিতে চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার। তারা বলেছেন, ‘ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধ এখন সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিয়েছে। দেশটিতে এ নিয়ে ব্যাপক প্রাণহানি খুবই মর্মান্তিক এবং উদ্বেগজনক। এই আইন পাস হলে উপমহাদেশজুড়ে ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেবে— যা কোনও দেশের জন্য কাম্য হতে পারে না।’

দলের দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার মো.আবুল মোবারক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে জেএসডি’র দুই শীর্ষ নেতা সাম্প্রদায়িক সম্প্রীতি, মানুষের জীবন সুরক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান।