‘দিল্লির সহিংসতা দক্ষিণ এশিয়ার জন্য হুমকি’

এম এ আউয়ালইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেছেন, ‘ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর যেভাবে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে, তা সত্যিকার অর্থেই পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি। বিশেষ করে ভারত সরকার কর্তৃক পাস করা নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে পক্ষ ও বিপক্ষ গোষ্ঠীর মধ্যে যে বিরোধ তৈরি হয়েছে, তা ইতোমধ্যে সহিংসতায় রূপ নিয়েছে। এতে নিহত ও আহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।’ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে এম এ আউয়াল আরও বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকার ও দেশটির জনগণের অপরিসীম সহযোগিতা বাংলাদেশ পেয়েছে, তা সত্যি অনস্বীকার্য। বাংলাদেশের জনগণ প্রতিমুহূর্তে তা অবদান হিসেবে মনে করে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, নিহত ও আহতদের মধ্যে মুসলমান ও হিন্দু উভয় ধর্মীয় সম্প্রদায়ের ভারতীয়রাই আছেন। সে কারণে দিল্লির সংঘাত যেন আর না ছড়াতে পারে, সে জন্য ভারত সরকারকেই ভূমিকা নিতে হবে।’

দক্ষিণ এশিয়ার বৃহৎ দেশ হিসেবে এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন, নিরাপত্তা, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ভারত সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানান এম এ আউয়াল।

বিবৃতিতে বিদ্যুৎ ও ঢাকা-চট্টগ্রামে পানির মূল্যবৃদ্ধির বিষয়ের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে।’