জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন সুজন দে

1

জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সুজন দে। দলটির চেয়ারম্যান জিএম কাদের তাকে মনোনীত করেন। রবিবার (১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে সুজন দে নিজেই এ কথা জানান।

সুজন দে জানান, রবিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে তার হাতে নিয়োগ সংক্রান্ত দলীয় চিঠি হস্তান্তর করেন জিএম কাদের। জাতীয় পার্টির জাতীয় সম্মেলনে দেওয়া প্রদত্ত ক্ষমতাবলে তিনি সুজন দেকে এ নিয়োগ দেন। এই সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, দফতর সম্পাদক সুলতান আহমেদ উপস্থিত ছিলেন।

সুজন দে প্রায় পনের বছর ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। ২০০৫ সালে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ডেমরা থানার আহ্বায়কের দায়িত্বের মধ্য দিয়ে জাতীয় পার্টির রাজনীতি শুরু করেন।