ঢাকা-১০ উপনির্বাচন: নিঃসংকোচে ভোট দেওয়ার আহ্বান বিএনপি প্রার্থীর

image (1)ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোটারদের নিঃসংকোচে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির দলীয় প্রার্থী শেখ রবিউল আলম রবি। তিনি বলেন, ‘আপনারা আজকের মতো আগামী ২১ তারিখ মাঠে থাকবেন, নির্ভয়ে ধানের শীষে ভোট দেবেন। আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়াকে স্বৈরাচারের কারাগার থেকে মুক্ত করে আনবো।’
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে রাজধানীর হাজারীবাগ এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে শেখ রবি এসব কথা বলেন। এদিন হাজারীবাগ বাজার থেকে প্রচারণা শুরু করে বড় মসজিদ, বটতলা বাজার, বুরহানপুর, কাজীরবাগ, কুল্লামহল, হাজারীবাগ পার্ক, ভাগলপুর লেন, হাজী ইয়াসিন বানু স্কুল অ্যান্ড কলেজ ও এর আশপাশে প্রচারণা চালান তিনি। এ সময় তার সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছিলেন।
শেখ রবির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বরীন্দ্র সরোবরে প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে মতবিনিময় করেন শেখ রবি। এসময় তিনি বলেন, ‘বিএনপি জিয়াউর রহমানের গড়া দল। দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ ও নেতৃত্বে এ দলটি বিকাশ লাভ করেছে। যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করে এ দলটিই টিকে থাকে। পক্ষান্তরে আওয়ামী লীগ দেশের রাজনীতি নস্যাৎ করে দিয়েছে। তারা নিজেরাও রাজনীতি করে না। অন্যদেরও করতে দিতে চায় না। এটা চরম ফ্যাসিবাদের নমুনা।’
বিকালে পথসভায় ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘বর্তমানে সংসদে ৬৯ ভাগ সদস্যই অরাজনৈতিক। তাদের সঙ্গে জনগণ ও রাজনীতির বিন্দুমাত্র সম্পর্ক নেই। তারা মনে করে, নৌকা প্রতীক পেলেই এমপি হওয়া যায়। তাই তারা ওপর মহলকে খুশি করে প্রতীক কেনে। আগামী ২১ মার্চ এ আসনের জনগণ ধানের শীষে ভোট দিয়ে সেইসব অরাজনৈতিক ব্যক্তিকে প্রত্যাখ্যান করবে।’
নির্বাচনে অংশগ্রহণকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ মন্তব্য করে তিনি বলেন, ‘জনগণ আমাদের শক্তি। জনগণের ভোটে জয়ী হয়েই সংসদে যেতে চাই।’