নাজিউর রহমান মঞ্জুর ১২তম মৃত্যুবার্ষিকী আজ

নাজিউর রহমান মঞ্জুর

বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঢাকার সাবেক মেয়র নাজিউর রহমান মঞ্জুর ১২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঘরোয়াভাবে দোয়া করেছেন দলটির নেতাকর্মীরা।

সোমবার (৬ এপ্রিল) দলটির চেয়ারম্যান ও প্রয়াত নাজিউর রহমানের ছেলে আন্দালিভ রহমান পার্থ বাংলা ট্রিবিউনকে জানান, করোনা ভাইরাসের কারণে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোনও অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। দলের নেতাকর্মীরা ও পরিবারের সদস্যরা ঘরোয়াভাবে আমার বাবা নাজিউর রহমানের জন্য মোনাজাত করেছেন।

নাজিউর রহমান মঞ্জু ১৯৪৯ সালের ১৯ মার্চ জন্মগ্রহণ করেন এবং ২০০৮ সালের ৬ এপ্রিল মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধের সময় ৯নং সেক্টরে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন এবং ভোলাতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেন। নাজিউর রহমান ১৯৬৯ সালের গণ-আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন তিনি।