ইমাম-মুয়াজ্জিনদের পাশে ঢাকা দক্ষিণ আ. লীগের সভাপতি মান্নাফি

95137632_255248198931141_8991529916965060608_n

করোনা প্রতিরোধে মসজিদের খাদেম, ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ৬০ জন আলেম ও ৩০ জন  ইমাম, ২৫ জন খাদেম, ৪৫ জন  মুয়াজ্জিন এবং শতাধিক প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

করোনাভাইরাস সংক্রমণের কারণে এই ব্যক্তিরা মানবেতর জীবনযাপন করলেও  কারও কাছ থেকে কোনও সহায়তা পাননি। এ কারণে ব্যক্তিগত উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি তাদের প্রত্যেককে উপহার সামগ্রী হিসেবে ১৫ কেজি চাল,২ কেজি ডাল, ২ কেজি তৈল, ২ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, ২ কেজি লবণ,২ কেজি ছোলা, ২ কেজি ডাবলি বিতরণ করেন।

ত্রাণ বিতরণে সার্বিক সহায়তা করেন ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর  আহমেদ ইমতিয়াজ মান্নাফি গৌরব। এসময় উপস্থিত ছিলেন— জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা।  এছাড়া, এদিন ৬৪, ৬৫ ও ৬৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকীকে ৫০ প্যাকেট খাদ্যসামগ্রী দেওয়া হয়।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে গত ২৮ মার্চ থেকেই কর্মহীন ও অসহায় শ্রমজীবী মানুষকে  খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করে আসছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।