বাজেটে শ্রমিকদের জন্য ২০ হাজার কোটি টাকা প্রণোদনার দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

1করোনা সংকটে কৃষি উৎপাদন, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক-ভাসমান শ্রমিকদের জীবন জীবিকা নির্বাহ ও সুরক্ষার জন্য ২০ হাজার কোটি টাকা বিশেষ প্রণোদনা প্রদানে দাবি জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন। একই সঙ্গে প্রকৃত শ্রমিকদেরকে সহযোগিতার জন্য ‘লেবার কার্ড’ প্রদানের দাবিও জানিয়েছে সংগঠনটি। এছাড়া, গণমাধ্যমকর্মীদের ৩ শত কোটি টাকাসহ বিভিন্ন সেক্টর ভিত্তিক বরাদ্দের দাবিও জানিয়েছে এই সংগঠনটি। শনিবার ( ৬ জুন) দুপুরে পুরানা পল্টনের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন।
দাবি আদায় না হলে ৯ জুন প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদানসহ ৪দফা কর্মসূচি ঘোষণা করেছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন। কর্মসূচিগুলো হচ্ছে, ৯ জুন প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ, ২০ জুন প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি, স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩ মাসের মধ্যে জেলা জেলায় কৃষক-শ্রমিক সমাবেশ ও ডিসেম্বরের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক শ্রমিক জাতীয় মহাসমাবেশ।
করোনার কারণে কর্মহীন হওয়া প্রবাসীদেরকে সহজ শর্তে লোন দেওয়ার দাবিও জানায় এ সংগঠনটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মু. হারুন অর রশিদ, সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল শহিদুল ইসলাম কবির, এবিএম শেহাব উদ্দিন শেহাব প্রমুখ।