আওয়ামী লীগের আলোচনায় তারুণ্যের জয়গান

107666598_949439728827010_6259300826502078810_n

আওয়ামী লীগ আয়োজিত বিয়ন্ড দ্যা প্যানডেমিকের ১০ম পর্বে বক্তারা বলেছেন, যুগে যুগে সংকটকালে সবসময় তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম থেকে বর্তমান করোনা সংকটকালে দুস্থ মানুষের পাশে সবার আগে গিয়ে দাঁড়িয়েছে আমাদের তরুণ সমাজ। তরুণরাই প্রয়োজনের সময় নিজ নিজ অবস্থান থেকে সবার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সরকারের তরুণ সংসদ সদস্য, দলের তরুণ নেতাসহ সবাই এই সংকট থেকে উত্তরণের সংগ্রামে এগিয়ে এসেছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে আওয়ামী লীগের ওয়েব টিম আয়োজিত এক অনলাইন আলোচনায় বক্তারা এসব কথা বলেন। এবারের পর্বে আলোচনার বিষয় ছিলো 'করোনাসংকট মোকাবিলায় তরুণদের ভূমিকা।'

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় এবারের পর্বে আলোচক হিসেবে যুক্ত হন বাংলাদেশ সরকারের পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় এমপি, চট্টগ্রামের নারী এমপি খাদিজাতুল আনোয়ার সনি, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা মেডিক্যাল কলেজের কোভিড বিশেষায়িত হাসপাতালের মেডিসিন ও ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ ডা. ফরহাদ উদ্দিন হাছান চৌধুরী মারুফ, মিশন সেভ বাংলাদেশ এর সহ-প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইমরান কাদির এবং চ্যানেল ২৪ এর রিপোর্টার সাংবাদিক জিনিয়া কবির সুচনা।

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, 'যুগে যুগে সংকটকালে সবসময় তরুণরাই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম থেকে সব সংকটকালে দুস্থ মানুষের পাশে সবার আগে গিয়ে দাঁড়িয়েছে আমাদের তরুণ সমাজ। এর ধারাবাহিকতায় তরুণরা এবার করোনা সংকটেও এগিয়ে এসেছে তারা।'

খাদিজাতুল আনোয়ার সনি এমপি বলেন, 'বাংলাদেশের জন্মলগ্নের আগ থেকেই তরুণরা সব সংগ্রাম আন্দোলন ও সংকটকালে বেশি ভূমিকা রেখেছেন। দেশের ক্রান্তিলগ্নে তরুণরাই সবার আগে এগিয়ে এসেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে।'

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান বলেন, 'সামগ্রিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ তারুণ্যের সংস্কৃতিকে ধারন করে। করোনা সংকটকালে বাংলাদেশ আওয়ামী লীগের সব উইং, বিশেষ করে তরুণ নেতা কর্মীরা মৃত্যুভয় উপেক্ষা করে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে।'

মেডিসিন ও ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ, কোভিড বিশেষায়িত হাসপাতাল ঢাকা মেডিক্যাল কলেজ এর ডা. ফরহাদ উদ্দিন হাছান চৌধুরী মারুফ বলেন, 'করোনা আমাদের দেশের চ্যালেঞ্জ না, সারা বিশ্বের চ্যালেঞ্জ। আওয়ামী লীগ সরকার যেভাবে এই মহামারি মোকাবিলা করেছে তা প্রশংসার যোগ্য।'

ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, 'করোনার এই মহাসংকটে ছাত্রলীগ প্রথম দিন থেকে প্রত্যেক স্তরের নেতাকর্মী কাজ করে যাচ্ছে। স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে এখন পর্যন্ত দেশের প্রতিটি ক্রান্তিকালে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। ছাত্রলীগ যে তারুণ্যনির্ভর সংগঠন, তা কিন্তু এই করোনার সময়ে দেখিয়ে দিয়েছে।'