করোনায় জাপা নেতার মৃত্যু

ড. মো. এনামুল হককরোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন জাতীয় পার্টির (এরশাদ) নেতা ড. মো. এনামুল হক। তিনি নওগাঁ-৪ আসনের এমপি প্রার্থী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন।

রবিবার (২৬ জুলাই) রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরবঙ্গ আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাহেরুল ইসলাম।

আইনজীবী তাহেরুল ইসলাম সাংবাদিকদের জানান, চলতি মাসের প্রথম দিকে এনামুল হকের করোনা শনাক্ত হয়। দুই সপ্তাহ আগে তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়। কিন্তু অক্সিজেন ওঠা-নামা করছিল। অবশেষে রবিবার সকালে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এনামুল হকের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তাকে নওগাঁতে নিয়ে যাওয়া হচ্ছে। এনামুল হক গত নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচনে অংশ নিয়েছিলেন।