সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মান্নার

 

মাহমুদুর রহমান মান্নাবর্তমান সরকারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়, দেশের মানুষ নিরাপদ নয়, দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিরাপদ নয়, দেশের অর্থনীতি নিরাপদ নয়। সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

সোমবার (৩ আগস্ট) বিকালে  চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন।

সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে তিনি বলেন,  ‘এই সরকার যতদিন থাকবে ততদিন দেশের মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়। তাই জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনই দল, মত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’       

মান্না বলেন, ‘চামড়া শিল্প রক্ষায় আবারও ব্যর্থতার পরিচয় দিলো সরকার। গত কয়েকবছর ধরে পরিকল্পিতভাবে সরকারের যোগসাজশে সিন্ডিকেটের মাধ্যমে চামড়া শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করানো হয়েছে। গতবছর কোরবানির পশুর চামড়ার দামের যে বিপর্যয় আমরা দেখেছি, তারপরেও সরকার এই অবস্থা থেকে উত্তরণের জন্য কোনও ধরনের উদ্যোগ গ্রহণ করেনি।’