‘প্রচলিত উন্নয়ন দর্শনের পরিবর্তন অপরিহার্য করে তুলেছে করোনা’

সাইফুল হক

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, করোনা দুর্যোগ প্রচলিত উন্নয়ন দর্শন, প্রশাসনিক ব্যবস্থা এবং রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনকে অপরিহার্য করে তুলেছে। তিনি বলেন, ‘এই সত্য উপলব্ধিতে নিতে ব্যর্থ হলে আগামীতে করোনাভাইরাসের মতো প্রাণঘাতী আরও ভয়ঙ্কর সব ভাইরাসের মুখোমুখি হতে হবে।’

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের নানা স্তরের সংগঠকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক  বলেন, ‘প্রাণ-প্রকৃতি-জীববৈচিত্র্য বিনাশী কথিত উন্নয়নের বর্তমান ধারা থেকে সরে আসতে না পারলে মানুষ ও প্রকৃতির মধ্যকার ভারসাম্য আরও গুরুতরভাবে বিপন্ন হবে। মানুষের অস্তিত্বই নানাদিক থেকে হুমকিরসভাপতি খন্দকার আলী আব্বাসের নবম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্যে পার্টির সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সাইফুল হক।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, সজিব সরকার রতন, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, মনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, জোনায়েত হোসেন প্রমুখ।