‘বঙ্গবন্ধুর সপরিবারে নিহতের ঘটনা ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক’

একিউএম বদরুদ্দোজা চৌধুরী (ছবি-সংগৃহীত)

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী  বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক এবং শোকাবহ ঘটনা।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বি. চৌধুরী এক শোকবাণীতে এ কথা বলেন।

বি. চৌধুরী উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক এবং শোকাবহ এই দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শাহাদাত বরণ করেন। বঙ্গবন্ধু এবং তাঁর স্ত্রী ও সন্তানরা যারা শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করেন সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী।