শামসুদ্দিন দিদার সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, তার নামে খোলা দুটি ফেসবুক মেসেনজারে তিনি ঢুকতে পারছেন না। গতকাল রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যা থেকে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানান দিদার।
শামসুদ্দিন দিদার বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে আমার মেসেনজারে আমি ঢুকতে পারছি না। দুটি মেসেনজার থেকে পরিকল্পিতভাবে আমার ক্ষতি করার চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করছি। এ বিষয়ে আজ সোমবার আমি কুমিল্লা নাঙ্গলকোট থানায় প্রাথমিক ডায়েরি করেছি।’