নজরুলের মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

১৯১জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং কবির কবর ও প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে স্বেচ্ছাসেবক লীগ।

কবির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে প্রথমে সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন গুহ'র নেতৃত্বে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম শামসুর রহমান ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতারা।

কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন—  স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান স্বপন, আব্দুল আলীম বেপারী, মোবাশ্বের চৌধুরী, আশীষ কুমার মজুমদার, মো. আবু তাহের, নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, আবিদ আল হাসান সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।