পাবনার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

হাবিবুর রহমান হাবিবপাবনা-৪ আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিবকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার (৩১ আগস্ট)  সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার শেষে এ সিদ্ধান্ত নেয় দলটি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

দলের মনোনয়ন পেয়ে সাংবাদিকদের হাবিবুর রহমান হাবিব বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে, নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ, দলের কাছে কৃতজ্ঞ। গণতন্ত্র উদ্ধারের যে সংগ্রাম চলছে, এই সংগ্রামে আমি পাবনা-৪ আসনে নির্বাচনের মধ্য দিয়ে অংশ নেবো।’

নিজের এলাকার ভোটারদের প্রতি অগ্রিম শুভেচ্ছা জানিয়ে হাবিব বলেন, ‘এই করোনার মধ্যেও নির্বাচনে ভোটাররা আসবেন। গণতন্ত্র উদ্ধারের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে পাবনা-৪ আসনের ভোটাররা ভূমিকা রাখবেন, ভোট দেবেন বলে আশা করি।’

এ সময় বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু ও চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২ এপ্রিল সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।