উপ-নির্বাচনে প্রার্থী হতে প্রথম দিন বিএনপির মনোনয়নপত্র নিলেন ২৩ জন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন নেতারা আসন্ন উপ-নির্বাচনে ৪টি আসনের প্রার্থী হতে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৩ জন নেতা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। আগ্রহীরা প্রত্যেকে ১০ হাজার টাকার বিনিময়ে এটি সংগ্রহ করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ‘উপ-নির্বাচনে চার আসনে প্রার্থী হতে ২৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামীকালও (১১ সেপ্টেম্বর) ফরম কেনা ও জমা দেওয়া যাবে। পরশু শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

জানা গেছে, ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদ, যুবদল মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা ইসমাইল হোসেন, মোস্তফা জামান সেগুন, ব্যবসায়ী বাহাউদ্দিন সাদিসহ ছয়জন।

ঢাকা-৫ আসন থেকে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি নবী উল্লাহ নবী ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। নওগাঁ-৬ আসন থেকে আনোয়ার হোসেন, মো. আব্দুস শুকুর, এস এম ফারুক জেমস, মাহমুদুল আরেফিন স্বপন, এছাক আলী, আতিকুর রহমান রতন মোল্লা, শেখ মো. রেজাউল ইসলাম, মো. শফিকুল ইসলাম, আবু সাইদ রফিকুল আলম রফিক, ঢাকা-১৮ আসনে ইশতিয়াক আজিজ উলফাত এবং সিরাজগঞ্জ-১ আসন থেকে টিএম তহজিবুল রহমান তুষার, নাজমুল হাসান তালুকদার রানা, মো. রবিউল হাসান মনোনয়নপত্র নিয়েছেন।
ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লা, ঢাকা-১৮ আসনে সাহারা খাতুন, নওগাঁ-৬ আসনে ইসরাফিল আলম ও সিরাজগঞ্জ-১ আসনে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এসব আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।