বিএনপি কার্যালয়ে ভিড়-বিশৃঙ্খলা

 

বিএনপির কার্যালয়ের সামনে বিশৃঙ্খলাজাতীয় সংসদের কয়েকটি আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন পর নেতাকর্মীদের আগমনে সরগরম হয়ে উঠেছে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে উপনির্বাচনে দলীয় প্রার্থী হতে আগ্রহীরা মিছিলসহ মনোনয়ন ফরম জমা দিতে দলের কার্যালয়ে আসেন। এসময় দলটির নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং হাতাহাতি হতেও দেখা যায়। পরে নেতাদের হস্তক্ষেপ পরিস্থিতি স্বাভাবিক হয়।








করোনাভাইরাস ও বার্ধক্যজনিত কারণে ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লা, ঢাকা-১৮ আসনে সাহারা খাতুন, নওগাঁ-৬ আসনে ইসরাফিল আলম ও সিরাজগঞ্জ-১ আসনে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এসব আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।বিএনপির কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা
শুক্রবার বেলা ১০টার দিকে হাজারও নেতাকর্মী নিয়ে মনোনয়ন ফরম জমা দিতে আসেন ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী যুবদলের মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন। এসময় তার সমর্থকরা নাইটিঙ্গেল, কাকরাইল মোড় থেকে মিছিল নিয়ে নয়া পল্টন কার্যালয়ের সামনে জড়ো হন।
জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের আদর্শের এবং খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে আমি ঢাকা-১৮ আসন জয় উপহার দিতে পারবো। আমরা এ নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন হিসেবে নিয়েছি। আমরা সরকারের সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবো। নির্বাচনের ফলাফল নিয়ে ঘরে ফিরবো।’
জাহাঙ্গীরের মতো মনোনয়ন প্রত্যাশী অন্যরাও ছোট-ছোট মিছিল নিয়ে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন। নেতাকর্মীদের মুখে মাস্ক থাকলেও তারা সামাজিক দূরত্ব মানছেন না।বিএনপির কার্যালয়ের সামনে ভিড়
আজ শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা নেওয়া হবে। ১০ হাজার টাকার বিনিময়ে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। জমা দেওয়ার সময় আরও ২৫ টাকা জমা দিতে হচ্ছে।
বিএনপির দফতর সূত্রে জানা গেছে, ঢাকা-১৮ , ঢাকা-৫, সিরাজগঞ্জ-১ এবং নওগাঁ-৬ এই চার আসনে বিএনপি থেকে প্রার্থী হতে ২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।বিএনপির কার্যালয়ের সামনে ভিড়
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘চারটি উপনির্বাচনে ২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এরপর চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।’
ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। এ দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর এবং যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর। এ ছাড়া সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের এখনও তফসিল ঘোষণা হয়নি।