বিচারের আশ্বাসে অনশন ভাঙলেন সিপিবি নেত্রী জলি

জলি তালকুকদারের অনশন ভাঙালেন দলের কেন্দ্রীয় নেতারাযৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত নেতার সঠিক বিচারের আশ্বাসে অনশন ভাঙলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির নেত্রী জলি তালুকদার। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পল্টনে মুক্তি ভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে অনশনরত এই নারী নেত্রীর অনশন ভাঙান সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলামসহ সিনিয়র নেতারা।

সিপিবি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ সিনিয়র নেতারা কার্যালয়ে গিয়ে জলি তালুকদারের অনশন ভাঙান। এইকসঙ্গে সিপিবির ঢাকা মহানগর কমিটির নেতা জাহিদ হোসেন খানের বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগ দলের কেন্দ্রীয় কমিটিতে শুনানি এবং বিচারের আশ্বাস দেন। আগামী কয়েকদিনের মধ্যে অভিযোগের শুনানি করা হবে। পাশাপাশি এর আগে ঢাকা মহানগর কমিটির শুনানিতে অভিযুক্ত ওই নেতা কীভাবে পার পেয়েছিল, সেই বিষয়ে সুষ্ঠু তদন্ত করার আশ্বাসও দেওয়া হয়। তারপরই জলি তালুকদার অনশন ভাঙেন। 

অনশন ভাঙার বিষয়টি নিশ্চিত করে জলি তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে এটা আমাদের দলের অভ্যন্তরীণ বিষয়। ফলে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাচ্ছি না।’

প্রসঙ্গত, গত কয়েকদিন নিজ দলের নেতার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে অনশন করে যাচ্ছিলেন জলি তালুকদার।

আরও পড়ুন:

দলীয় নেতার যৌন নিপীড়ন, শাস্তির দাবিতে অনশনে সিপিবি নেত্রী জলি