শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার আহ্বান বি. চৌধুরীর

জন্মদিন-১

শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এবং ধর্ষণের শাস্তি আমৃত্যু কারাবাস নির্ধারণের জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী।

রবিবার (১১ অক্টোবর) নিজের ৯০তম জন্মদিন উপলক্ষে মধ্যবাড্ডায় বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সভায় এই আহ্বান জানান তিনি। জন্মদিন উপলক্ষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও কেক কাটা হয়।

বি. চৌধুরী বলেন, 'ধর্ষণ রুখতে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করতে হবে। করোনা মহামারির মতো দুর্নীতিও মহামারির রূপ ধারণ করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের দলমত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে।'

বিকল্প যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়াল বক্তৃতা করেন দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী, মজহারুল হক শাহ চৌধুরী প্রমুখ।