লংমার্চে হামলাকারীদের দল-মুখ না দেখে গ্রেফতারের দাবি ইনুর

হাসানুল হক ইনুনোয়াখালী অভিমুখে ঢাকা থেকে যাওয়া ধর্ষণবিরোধী লংমার্চ-কর্মীদের ওপরে হামলার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।

শনিবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাসদের নেতারা বলেন, ‘আজ ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে সরকারি দলের পরিচয় ব্যবহার করে গুণ্ডাবাহিনীর হামলার তীব্র নিন্দা জানাই। মুখ না দেখে, দল না দেখে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে দলের এই দুই শীর্ষ নেতা বলেন, ‘খোদ প্রধানমন্ত্রী যখন ধর্ষকদের বিরুদ্ধে সোচ্চার, তখন সরকারি দলের নাম ব্যবহার করে ধর্ষণবিরোধী কর্মসূচিতে হামলা প্রধানমন্ত্রীর প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা এবং ধর্ষকদের উৎসাহিত করার এক জঘন্য ঘটনা।’