নির্বাচন কমিশন একটা ঠুঁটো জগন্নাথ: ফখরুল

বিএনপির মানববন্ধনবর্তমান নির্বাচন কমিশনকে ঠুঁটো জগন্নাথ বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আজ আমাদের দুর্ভাগ্য এখন যে নির্বাচন কমিশন আছে সেটা একটা ঠুঁটো জগন্নাথ। লজ্জা-শরম বলতে কিছু নাই। তারা বলছে ঢাকা ৫ আসনে ১০ ভাগ ভোট পড়েছে। আমরা মনে করি পাঁচ ভাগও ভোট পড়েনি। একটা মানুষের লজ্জা-শরম-হায়া থাকে, এদের তাও নাই। তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে।’

সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মহানগর দক্ষিণ বিএনপি এই মনববন্ধনের আয়োজন করে।বিএনপির মানববন্ধন

‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নির্বাচনে গেছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘কথাটা তো মিথ্যা বলেননি। নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হয়ে গেছে ২০১৪ সাল থেকেই। দেশের মানুষ যাতে পছন্দের মানুষকে ভোট দিতে না পারে আপনারা ক্ষমতায় আসার পর সুপরিকল্পিতভাবে সে ব্যবস্থা করেছেন। ১৫৪ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে ক্ষমতায় গেছেন। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন, পুলিশকে ব্যবহার করেছেন। মিডিয়াকে ব্যবহার করেছেন।‘

তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আমি আজ স্পষ্ট ভাষায় বলতে চাই পদত্যাগ করুন। অতীতের সব নির্বাচন বাতিল করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের ব্যবস্থা করুন। এটাই একমাত্র সমাধান। কোভিড বলেন আর যাই বলেন, নির্বাচিত সরকার ছাড়া কোনও সমস্যারই সমাধান হবে না।’

মানববন্ধনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।