প্রোগ্রাম বানচালের চেষ্টা করলে ঘরে বসে থাকবো না: জাহাঙ্গীর

বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনঢাকা-১৮ আসনের জনগণ বিএনপির সঙ্গে ছিল, আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘আমরা প্রশাসনের কাছে অনুমতি নিয়ে কর্মসূচি নির্ধারণ করি। কিন্তু প্রতিপক্ষ আওয়ামী লীগ তারা সেখানে প্রোগ্রাম দিয়ে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি বানচালের চেষ্টা করছে। আর যদি আমাদের কোনও প্রোগ্রাম বানচালে চেষ্টা করে তাহলে শান্তিপূর্ণভাবে ঘরে বসে থাকবো না।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উত্তরা ৯ নম্বর সেক্টরে নির্বাচনি গণসংযোগ শেষে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর বলেন, ‘জনগণকে বলবো ১২ নভেম্বর নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। আমাদের নেতাকর্মীরা কেন্দ্রে থাকবেন। যতই রক্তচক্ষু থাকুক আমরা সেটা মোকাবিলা করবো। সরকারের সব অন্যায় অবিচার, দুর্নীতি, সন্ত্রাস, মিথ্যা মামলা ও নির্যাতনের জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দেবে। ধানের শীষকে বিজয়ী করবে।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, ওমর ফারুক শাফিন, গাজীপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন সরকার, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম শ্রাবন প্রমুখ।