'ধর্মীয় উগ্রবাদ-মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হোন'

1604066440658_3

ধর্মীয় অসহিষ্ণুতা ও উগ্রবাদ-মৌলবাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) নেতারা। তারা বলেন, 'কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিদ্বেষ সৃষ্টি বা ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে কোনও ধর্মের প্রতি কটূক্তি করে, তার প্রতিবাদ-সমালোচনা করার অধিকার আছে। প্রয়োজনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে যথাযথ তদন্ত-বিচার ছাড়াই কোনও ব্যক্তি বা গোষ্ঠীর খেয়াল-খুশিমতো তাৎক্ষণিক শাস্তির বিধান সমর্থন করা যায় না।'

শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন দলটির নেতারা। লালমনিরহাটের পাটগ্রামে একটি মসজিদে কথিত কোরান অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যা ও মৃতদেহ আগুনে পোড়ানোর নৃশংসতার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সমাবেশের আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী)।

ধর্মের নামে মানুষ হত্যা সভ্য দুনিয়ায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করে দলটির নেতারা আরও বলেন, 'বিশেষ করে, ধর্মের নামে হত্যা-গণপিটুনি-আগুনে পোড়ানোর মত মধ্যযুগীয় বর্বরতা আধুনিক গণতান্ত্রিক দেশে কোনোভাবেই চলতে পারে না। পাটগ্রামে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় যথাযথ তদন্ত করে উস্কানিদাতা ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।'

বাসদ (মার্কসবাদী) নেতা জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ফখরুদ্দিন কবির আতিক, নাঈমা খালেদ মনিকা, সীমা দত্ত ও রাশেদ শাহরিয়ার প্রমুখ।