বিভাজন নয়, আলেমদের বৃহত্তর ঐক্য চাই: হাসানাত আমিনী

৬-ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন,  ইসলামি শক্তির আজ  অনৈক্যের আভাস দেখা যাচ্ছে। আমরা বিভাজন নয়, উলামায়ে কেরামের মাঝে বৃহত্তর ঐক্য দেখতে চাই।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ আয়োজিত কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল হাসানাত আমিনী  এসব কথা  বলেন।

সম্মেলনে ২০২০-২১ বর্ষের জন্য আবুল হাসিমকে সভাপতি ও মুহিউদ্দিন ঢাকুবীকে সেক্রেটারি জেনারেল করে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের ১০১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

হাসনাত আমিনী বলেন,  ‘যেভাবে আল্লামা শাহ আহমদ শফী  সবাইকে সঙ্গে নিয়ে নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন করে গেছেন, আমরা উলামায়ে কেরামের মাঝে আবারও সেই ধারাবাহিকতা দেখতে চাই। যারা কোন্দল সৃষ্টি করে এই ধারাবাহিকতা নষ্টের ষড়যন্ত্র করছে, বাংলাদেশে তাদের ষড়যন্ত্র কখনও সফল হবে না। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম আবারও ঐক্যবদ্ধ হয়ে নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে মাঠে ঝাপিয়ে পড়বে।’

মাওলানা আবুল হাসানাত বলেন, ‘মসজিদের নগরী ঢাকার বিভিন্ন স্থানে মূর্তি নির্মাণ করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।  আমরা ঢাকাকে মূর্তির নগরী নয়, মসজিদের শহর হিসেবেই দেখতে চাই। অবিলম্বে ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ বন্ধ করতে হবে।’

ইসলামী ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন— ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, খেলাফতে ইসলামীর মহাসচিব মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুল হাই ফারুকী, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আব্দুল কাইয়্যুম, মুফতী সাইফুল ইসলাম, মুফতী মীর হেদায়েতুল্লাহ গাজী প্রমুখ।