হঠাৎ গুলিস্তান-পল্টনে বিএনপির নেতাকর্মীরা, পুলিশের ধাওয়া






পল্টনে বিএনপির নেতাকর্মীরা (ছবি: সাজ্জাদ হোসেন)রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় হঠাৎ করে আজ সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির হাজারেরও বেশি নেতাকর্মী অবস্থান নেন। দুপুর আড়াইটার দিকে দলটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলটির নেতা শওকত মাহমুদ, সাদেক খান, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম সেখানে উপস্থিত ছিলেন। পরে ৩টার দিকে পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা অবস্থান ছেড়ে পালিয়ে যান।পল্টনে বিএনপির নেতাকর্মীরা (ছবি: সাজ্জাদ হোসেন)



দুপুর আড়াইটার দিকে প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানান, রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপিসহ তাদের সমর্থক অন্যান্য দলের নেতারা।পল্টনে বিএনপির কর্মীরা

এ সময় তারা সরকার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ বিক্ষোভের কারণে রাস্তার পাশে যানজট তৈরি হয়।

পল্টনে বিএনপির কর্মী-সমর্থকরাবিকাল ৩টার দিকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা বিক্ষোভরত নেতাকর্মীদের ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা।পল্টনে বিএনপির নেতাকর্মীরা (ছবি: সাজ্জাদ হোসেন)পরে ওই এলাকায় বিএনপি কর্মীদের কাউকে দেখা যায়নি। এসময় সড়কে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে। সড়কেও ছিল দীর্ঘ যানজট।

পল্টনে বিএনপির কর্মী-সমর্থকরাএ বিষয়ে জানতে চাইলে কয়েকজন পুলিশ সদস্য জানান, কিছুক্ষণ আগে এলাকায় কিছু মানুষকে বিক্ষোভ করতে দেখা গেছে। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে ধাওয়া করলে তারা এলাকা ছেড়ে চলে যায়।