আসছে সাত রাজনৈতিক দলের নতুন জোট

সাত দলের সভায় বক্তব্য রাখছেন আশরাফুল হকধর্মীয় ও সমমনা সাতটি রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে ‘জাতীয় সংহতি মঞ্চ’ নামে নতুন একটি জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জোটের সম্ভাব্য আহ্বায়ক হচ্ছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির (একাংশ) নির্বাহী সভাপতি মাওলানা একেএম আশরাফুল হক। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান আশরাফুল হক।

আশরাফুল হক বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় এ উদ্যোগের কথা জানানো হয়। শিগগিরই জোটটির আনুষ্ঠানিক ঘোষণা ও কার্যক্রম শুরু হবে। মতবিনিময় সভায়  নেজামে ইসলাম পার্টিসহ বাংলাদেশ পিপলস পার্টি, প্যান ইসলামিক মুভমেন্ট, বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক পার্টি, বিশ্ব মুসলিম পরিষদ, জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদ এবং বাংলাদেশ আইডিয়েল পার্টির সভাপতি বা সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

মাওলানা একেএম আশরাফুল হক বলেন, ‘প্রাথমিকভাবে আমরা সাতটি দল একত্রিত হলেও নতুন এ জোটে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক যে কোনও দল যুক্ত হতে পারবে। জোটের প্রস্তাবিত নাম- জাতীয় সংহতি মঞ্চ। শিগগিরই বৃহৎ পরিসরে বৈঠক করে এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।’