‘সমাবেশে গ্রেফতার’ ৫০ নেতাকর্মীর মুক্তি চেয়েছেন মির্জা ফখরুল

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: সালমান তারেক শাকিল)একাদশ জাতীয় সংসদের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির কর্মসূচি শেষে অন্তত ৫০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও অন্তত ৭০ নেতাকর্মী পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।

বুধবার (৩০ ডিসেম্বর) বিএনপির কেন্দ্র ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবসের’ সমাবেশ হয় প্রেস ক্লাবের সামনে। এর পরই আটক ও লাঠিচার্জের ঘটনা ঘটে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেন ফখরুল।প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম)

বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের অব্যাহত গতিতে গ্রেফতারের মাধ্যমে সমগ্র দেশে পুলিশি রাজত্ব প্রতিষ্ঠিত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এবং দেশব্যাপী বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদানসহ নেতাকর্মীদের গ্রেফতার ও হামলা চালিয়ে আহত করেছে পুলিশ।’

সরকারের আদেশে এসব গ্রেফতার ও লাঠিচার্জ হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। বিবৃতিতে অবিলম্বে নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপির মহাসচিব।

আরও পড়ুন- সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের