বিরোধী দলের লোকেরা টিকা পাবে কিনা সন্দেহ রিজভীর

বিরোধী দলের নেতাকর্মীরা করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘ভোট কেন্দ্রে যেমন ভোটাররা যেতে পারে না, শুধু দলীয় নেতাকর্মীরা ভোট দেয়, তেমনি করোনা ভ্যাকসিন কেন্দ্রে শুধু দলীয় লোকেরা টিকা পাবে। সাধারণ মানুষ পাবে না। ভিন্নমতের লোকজনকে টিকা কেন্দ্রে যেতেই দেবে না। সুতরাং ভিন্নমতের বা বিরোধী দলের লোকেরা করোনা ভ্যাকসিন পাবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। সম্পূর্ণ দলীয়করণের জন্য তা করা হয়েছে।’

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব কথা বলেন। সিনিয়র নেতাদের সঙ্গে শ্রদ্ধা জানাতে দেরি করায় তাদের পরে এসে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

পরে সাংবাদিকদের সামনে তিনি অভিযোগ করেন, ‘করোনার ভ্যাকসিন নিয়েও দলীয়করণের চেষ্টা করছে সরকার। বিরোধী দলের নেতাকর্মীরা যাতে টিকা না পেতে পারে সেজন্যই এ ব্যবস্থা।‘

ভারত থেকে আনা করোনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘ভারতে করোনা ভ্যাকসিন নিয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। সেই ভ্যাকসিন বাংলাদেশে আনা হচ্ছে।’