সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবি

করোনা ভ্যাকসিন নিয়ে সব ধরনের বাণিজ্য বন্ধ করা এবং বিনামূল্যে সবার জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন জোটের নেতারা। তারা বলেন, মাত্র ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দিলেই দেশের সব মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া সম্ভব।

সমাবেশ শেষে পল্টন মোড়ে সমবেত হয়ে সচিবালয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। এ সময় জিরো পয়েন্ট মোড়ে পুলিশ বাধা দেয়। পরে সেখানে অবস্থান করে জোটের নেতাকার্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবি বামজোটের

জোট সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে বিক্ষোভের আগে সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বাসদ (মার্কসবাদী) এর আকম জহিরুল ইসলাম প্রমুখ।