জিয়াউর রহমানের খেতাব বাতিল: বিএনপি নেতাদের ক্ষোভ

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পৃথক বিবৃতিতে প্রতিবাদ ও নিন্দা জানান।

খেতাব বাতিলের সিদ্ধান্তকে ‘মুক্তিযুদ্ধের প্রতি কলঙ্ক’ বলে অভিহিত করেছেন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা ফখরুল। টেলিফোনে সাংবাদিকদের তিনি বলেন, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল খেতাবটি বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমি মনে করি সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসামূলক। এই সিদ্ধান্ত যারা নিয়েছে তাদের আমি কখনোই মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল মনে করি না। তারা স্বাধীনতার বিপক্ষে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং পুরোপুরিভাবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। এই সিদ্ধান্তের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রতি কলঙ্ক লেপন করা হলো। আমি এই সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

‘বীর উত্তম’  খেতাবটি স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারই জিয়াউর রহমানকে দিয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

এদিকে জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়া বিএনপি প্রতিহত করবে বলে মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (১০ ফেব্রুয়ারি) পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সরকারের প্ররোচণায় জামুকা জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পাঁয়তারা করছে। খুব দ্রুতই এই সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।’

তিনি সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। তাদের দাবি, রাজনৈতিক হীন প্রতিহিংসামূলক ভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় সাদা দলের আহ্বায়ক প্রফেসর মো. লুৎফর রহমানের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। এই সিদ্ধান্তের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধকেই অবমাননা করা হয়েছে বলে তারা মনে করেন।

আরও পড়ুন- জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত