‘স্বৈরাচার বিরোধী শহীদ বসুনিয়ার আত্মদানের কথা ভুলে গেছে সবাই’

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ‘স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্রের জন্য শহীদ রাউফুন বসুনিয়ার আত্মদানের কথা সবাই ভুলেই গেছি।’ রবিবার (১৩ ফেব্রুয়ারি) নয়া পল্টনে যাদু মিয়া মিলনায়তনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ রাউফুন বসুনিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগরীর স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এই কথা বলেন।

এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘রাউফুন বসুনিয়াকে স্মরণ করার জন্য আয়োজন কমতে কমতে শূণ্যের কোঠায় পৌঁছেছে। ১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাবি শাখার জাতীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাউফুন বসুনিয়া সেদিন ঢাবিতে সরকার সমর্থক ছাত্র সংগঠনের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।’

গোলাম মোস্তফা ভুইয়া আরও বলেন, ‘রাউফুন বসুনিয়া দেশের গণতন্ত্রের উত্তরণের জন্য জীবন উৎসর্গ করে গেছেন। অথচ তার কথা আজ কারও মনে নেই। বিষয়টি দেশের রাজনৈতিক সংস্কৃতির দৈন্যতাকেই স্মরণ করিয়ে দেয়। শুধু রাউফুন বসুনিয়া নয় এমন আরও অনেক শহীদদের কথা আমরা ভুলে গেছি।’

ন্যাপ মহাসচিব বলেন, ‘রাউফুন বসুনিয়া শহীদ হন ১৯৮৫ সালে। কিন্তু তারও দুই বছর আগে ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকায় স্বৈরাচারী এরশাদের মজিদ খান শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনে বুকের তাজা রক্ত রাজপথ রঞ্জিত করেছিলেন আমাদের ভাই-সহযোদ্ধা জাফর-জয়নাল-দীপালি-কাঞ্চন।’

বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলুর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, গণ-রাজনৈতিক জোট-গর্জো সভাপ্রধান সৈয়দ মইনুজ্জামান লিটু, ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. আতিকুল ইসলাম প্রমুখ।