পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করেছে: রিজভী

পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ঠাকুরগাঁও সদর পৌর নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী ভোটকেন্দ্র থেকে বের হতে না চাইলে হ্যান্ডকাফ পরিয়ে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বরিশাল বিভাগ বাদে ঢাকাসহ সারাদেশের মহানগর ও জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করবে বিএনপি। অন্য দিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দাবিতে বিএনপির মেয়র প্রার্থীদের উদ্যোগে ১৮ ফেব্রুয়ারি বরিশাল মহানগরে সমাবেশ অনুষ্ঠিত হবে।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ঠাকুরগাঁও সদর পৌর নির্বাচনে নজিরবিহীন সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। লক্ষ্মীপুর জেলার রামগতি পৌর নির্বাচনে ধানের শীষের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়েছে।

তিনি বলেন, ‘সরকারি দল মনোনীত মেয়র প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর দ্বন্দ্বে সহিংসতা এতটাই ভয়াবহ ছিল যে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে সাহস পায়নি। এছাড়া ফুলপুর পৌসভায় বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’

নরসিংদী জেলাধীন মাধবদী পৌরসভা, ফরিদপুর জেলাধীন নগরকান্দা পৌরসভা, রাজশাহীর নওহাট্টা ও তাহেরপুর পৌরসভায় ব্যঅপক অনিয়মের অভিযোগ তোলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমানে ব্যাপক সন্ত্রাস, উদাহরণহীন অনিয়ম ও ভোট ডাকাতির যে নির্বাচন হচ্ছে, তা নিয়ে এক মহাকাব্য রচনা করা সম্ভব।’