পাকিস্তানপন্থীরা দেশকে পেছনে টেনে রাখার রাজনীতি করছে: ইনু

পাকিস্তানপন্থীরা দেশকে পেছনের দিকে টেনে রাখার রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী ড. হাসানুল হক ইনু। আজ সোমবার (১ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা ও জাসদ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত পতাকা র‌্যালির আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইনু বলেন, ‘পাকিস্তানপন্থীরা দেশকে পেছনের দিকে টেনে রাখার রাজনীতি করছে। যারা এখনও পাকিস্তান ভেঙে বাংলাদেশ স্বাধীন করে কী লাভ হলো বলে প্রশ্ন তোলে, তারা পাকিস্তানেরই প্রেতাত্মা। সাম্প্রদায়িক-ধর্মান্ধ-মৌলবাদী-জঙ্গিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক পার্টনারদের রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে।'

সমাবেশ সঞ্চালনা করেন সংসদ সদস্য শিরীন আখতার ও সভাপতিত্ব করেন ড. হাসানুল হক ইনু।জাসদের পতাকা র‌্যালি

র‌্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দোয়েল চত্বর, শিক্ষাভবন, হাইকোর্ট, মৎস ভবন হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক সাংসদ শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, মীর হোসাইন আখতার, জাহাঙ্গীরনগর বিশ্বদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।