বঙ্গবন্ধুকে অপমান করার অধিকার কারও নেই: জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুকে আমরা সবাই ভালোবাসি, শ্রদ্ধা করি। কেউ যদি তাকে পছন্দ নাও করেন তারপরও তাকে অপমান করার অধিকার কারও নেই।

সোমবার (২৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে দুপুরে এবি পার্টি আয়োজিত ‘কণ্ঠরোধ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও সংহতি’ শীর্ষক সভায় এ কথা বলেন তিনি।
জাফরুল্লাহ বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর ৪৬ বছর পর গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হলো ভারত সরকারের পক্ষ থেকে। এটা রাজনৈতিক প্রহসন। গান্ধী শান্তি পুরস্কার দিয়ে বঙ্গবন্ধুকে উপহাস করেছেন নরেন্দ্র মোদি। এটা করার অধিকার নরেন্দ্র মোদির নেই।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যে ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে কয়েক দিনের মধ্যেই শোক দিবস পালন করা হবে বলেও জানান তিনি।

গত কয়েক দিনে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেগুলো কারা ঘটিয়েছে সেটার জন্য একটা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, যারা মারা গেছে প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন। তদন্ত কমিটিতে নির্ভেজাল এবং নিরপেক্ষ সদস্য রাখতে হবে।

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কেন্দ্র করে মানুষ মারা গেলো, এর চেয়ে বড় কলঙ্ক আর হতে পারে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, রেজা কিবরিয়া, প্রফেসর ড. দিলারা চৌধুরী, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুসহ অনেকে।