খালেদা জিয়াকে মুক্তি দেওয়াই হবে মানবিক পদক্ষেপ: রব

খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস, বয়স এবং স্বাস্থ্য বিবেচনায় উন্নত চিকিৎসার প্রয়োজনে কারাগার থেকে মুক্তি দেওয়াই হবে সরকারের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও মানবিক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আসম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।

মঙ্গলবার (১১ মে) বিকেলে এক বিবৃতিতে জেএসডি নেতারা একথা বলেন। এসময় তারা এও বলেন, ‘খালেদা জিয়ার জীবন সুরক্ষার প্রশ্নে উন্নত চিকিৎসার বিষয়ে বিদেশে পাঠানোর জটিলতা অবসানে কারাগার থেকে মুক্তি প্রদানই হবে সরকারের কর্তব্য।’

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিনের কারাভোগের যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে খালেদা জিয়া মানসিকভাবে স্বস্তি অর্জন করবেন এবং তার পরিবার উন্নত চিকিৎসার জন্য সকল ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারবেন। স্বাধীন দেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা রাজনৈতিক ও আইনগত কুটচালে বাধাগ্রস্ত হলে তা হবে দেশবাসীর জন্য খুবই মর্মান্তিক।

এতে আরও বলা হয়, এই পরিস্থিতিতে সরকার অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সকল ধরনের অনিশ্চয়তা, আশঙ্কা ও উদ্বেগের অবসানে যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে।